কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১১২ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর ভবনের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এবারের বাজেটে পৌর নাগরিকদের ওপর নতুন কোনো কর আরোপ করা হয়নি। রাজস্ব তহবিল, পানি সরবরাহ ও উন্নয়ন সহায়তা তহবিল থেকে এ বাজেট ঘোষণা করা হয়েছে।
এছাড়াও বাজেটে ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ২৫ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২১০ টাকা ও উন্নয়ন খাতে ৭৫ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা এবং উদ্বৃতি রাখা হয়েছে ১১ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৫২৯ টাকা।
বাজেট ঘোষণার সময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, নগরবাসীর মৌলিক চাহিদা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এবারের বাজেটে পৌর এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পানিয়জলের সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রাজস্ব আয় ও উন্নয়ন সহায়তা মিলিয়ে টেকসই ও বাস্তবমুখী একটি বাজেট প্রণয়ন করা হয়েছে। এতে জনসাধারণের করের টাকায় কোনো রকম অপচয় না করে নাগরিকদের সুফল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এসময় বাজেটের সারসংক্ষেপ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, ভৈরব থানার পরিদর্শক তদন্ত আবু তালেব ও পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা শেরদিল নঈম প্রমুখ।