পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- এই প্রতিপাদ্য বাগেরহাটে বৃক্ষরোপণ অভিযান ও ৭দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষ মেলার উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
বাগেরহাট সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শাহীন কবিরের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তারেজাউল করিম চৌধুরী, সিভিল সার্জন অসিসের মেডিকেল অফিসার ডা. রিয়াদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ। বক্তারা, গাছ লাগানো ও গাছের পরিচর্যার করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিভন্নি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেলায় ১৫টি নার্সারি বিভিন্ন দেশি-বিদেশি প্রজাতির ফলদ, বনজ ও ফুলের চারা বিক্রির জন্য স্টল স্থাপন করেছে। জেলা পরিষদ অডিটরিয়ামে এই বৃক্ষমেলা আগামী ৭ দিন চলবে।