ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মোহনগঞ্জ প্রেসক্লাব ভবন পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহনগঞ্জ প্রেসক্লাব ভবন পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

নেত্রকোনার মোহনগঞ্জে মোহনগঞ্জ প্রেসক্লাব ভবন পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত সোমবার পৌর শহরের দৌলতপুরে ভূমি অফিস সংলগ্ন ক্লাবের নিজস্ব জায়গায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোহনগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা জুয়েল আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এমএস দোহা, সহ-সভাপতি ইন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক মানিক তালুকদার, সাইফুল আরিফ জুয়েল, কোষাধ্যক্ষ মেহেদী ইকবাল দোলন, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম, সম্মানিত সদস্য সুবল ধর, সদস্য হাসান খান, আব্দুর রব খান ঠাকুর, শ্যামল চৌধুরী, রিংকু রায়, দোস মোহাম্মদ, বিপ্লব রায় মনা, হাবিবুর রহমান, দুলাল ধর প্রমুখ। এছাড়া সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, আবুল কাসেম আজাদ, রফিকুল ইসলাম রকিব, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম শেখ, সিনিয়র সদস্য নুরুল হুদাসহ পৌর নির্বাহী প্রকৌশলী সাইফুল আমিন, হিসাব রক্ষক পার্থ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে সাংবাদিকদের কাজ আরও সহজ ও গতিশীল হবে মন্তব্য করে ইউএনও জুয়েল আহমেদ বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি আধুনিক ও স্থায়ী ভবন নির্মাণ হলে সাংবাদিকদের কাজের পরিবেশ উন্নত হবে, যা নির্ভুল ও সাহসী সাংবাদিকতাকে উৎসাহিত করবে। প্রেসক্লাবের সভাপতি এমএস দোহা বলেন, ‘দীর্ঘদিন ধরেই ভবন নির্মাণের প্রয়োজন ছিল। আজকের ভিত্তিপ্রস্তরের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্নের বাস্তবায়নের পথে অগ্রসর হলাম। উল্লেখ্য, ১৯৯২ সালে মোহনগঞ্জ প্রেসক্লাব গঠিত হয়। পরে ১৯৯৮ সালে ক্লাবের নিজস্ব জায়গায় একটি ভবন নির্মাণ করা হয়। দীর্ঘ বছরে ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় এটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত