বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ফেনীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকালে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জেড আই কামাল। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ ও যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন।
মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুল করিম ও জাহেদুল ইসলাম শিমুল, যুগ্ম সম্পাদক রাকিবুল হক, কামরুজ্জামান সুমন ও আমির হোসেন দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, প্রচার সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক খুরশিদ রহমান সূর্য, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ পিন্টু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান স্বপন, সদর উপজেলা আহবায়ক জোবায়ের হোসেন, সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর আহ্বায়ক মজিবুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা চাঁন, যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান জুয়েল, দাগনভূঞা উপজেলা আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সোনাগাজী উপজেলা আহ্বায়ক আবু বকর সিদ্দিক মারুফ ও সদস্য সচিব আবুল মনসুর সবুজপ্রমুখ।
মিছিলটি শহরের মিজান রোডস্থ ভাষা শহিদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোড, পুরাতন জেল রোড, কলেজ রোড, মিজান রোড হয়ে সালাম কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।