ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সাভারে ছাত্র হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

সাভারে ছাত্র হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

ঢাকার উপকণ্ঠ সাভারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় নিহতের পরিবারের করা মামলায় যুবলীগ কর্মী হেলালকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে সাভারের মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল সাভার পৌরসভার মজিদপুর এলাকার হারুন অর রশিদের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় নিহতের স্বজনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হেলাল।

সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল বুধবার ভোররাতে পৌরসভার মজিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রেপ্তার হেলালের বিরুদ্ধে নিহত ছাত্র জনতার স্বজনের করা হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে। এসব মামলায় যুবলীগ নেতা হেলালের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত