
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া নিহতের ছেলে নাহিদ শেখকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। নাহিদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার (বেলা সাড়ে ১১টার দিকে বাহিপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান-বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সঙ্গে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার দু’পক্ষ শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমির আইল (জমির সীমানা নির্ধারণের জন্য বাধ) কাটছিলেন। এসময় মান্দার শেখ ও তার ছেলেরাসহ পক্ষীয় লোক জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাঙ্গীর ও নাহিদ শেখকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক। লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।