ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কলমাকান্দায় ২০ হাজার ক্ষতিকর গাছের চারা ধ্বংস

কলমাকান্দায় ২০ হাজার ক্ষতিকর গাছের চারা ধ্বংস

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমণি ও ইউকেলিপটাস গাছের ২০,৬০০টি চারা ধ্বংস করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুয়ারপুর গ্রামের হান্নান মিয়ার নার্সারিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এই চারা ধ্বংস কার্যক্রম পরিচালনা করে।

কৃষি বিভাগ জানায়, কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে ওঠা ব্যক্তিগত নার্সারিগুলোতে দীর্ঘদিন ধরে পরিবেশ বিধ্বংসী গাছের চারা উৎপাদন ও বিপণন হচ্ছিল। সম্প্রতি এসব গাছ রোপণে সরকারি নিষেধাজ্ঞা জারি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।

এরআগে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নার্সারিগুলোতে গিয়ে চারা গণনা করেন। পরে ক্ষতিগ্রস্ত ৩টি নার্সারির মালিকদের মাঝে চারা ধ্বংসের বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক মোখশেদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এর পাশাপাশি পরিবেশবান্ধব গাছ রোপণে উৎসাহ দিতে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত