
চাঁদপুরের হাজীগঞ্জ রোটারি ক্লাব আয়োজিত ২০২৫-২০২৬ সেশনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গত রাতে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল আনন্দ প্যালেস হলরুমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, পিপি ক্লাব সার্ভিস ডিরেক্টর (পিপি) রোটা ইমাম হোসেন। বিদায়ী বক্তব্য রাখেন, সাবেক প্রেসিডেন্ট (ওচচ) হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক রোটারিয়ান যুগল কৃষ্ণ হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বাগত ও মূলতবী বক্তব্য রাখেন, প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নূর-ই রহমান নবীন।