ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে সাবেক মেয়র ও এমপি পুত্রের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে সাবেক মেয়র ও এমপি পুত্রের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ২০২১ সালের নির্বাচন চলাকালীন সময়ে এক বিএনপি নেতার কাছে চাঁদা দাবি করে না পেয়ে তাকে মারধর করার অভিযোগে আওয়ামীগের সাবেক মেয়র ও কুড়িগ্রাম ৩ আসনের সাবেক এমপির পুত্রসহ ৩৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার বাদী হয়ে গত রোববার (১৩ জুলাই) রাতে এ অভিযোগ দায়ের করেন। উলিপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও বিএনপি সূত্রে জানা গেছে, ২০২১ সালে পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে ২৬ জানুয়ারি রাতে ধানের শীষ প্রতীকের প্রার্থী হায়দার আলী মিয়ার পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন তৎকালীন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার। তিনি পৌর শহরের কেরামত উল্যাহ মার্কেটের আল স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌছলে তার পথরোধ করে ওই নির্বাচনে নৌকা মার্কার মেয়র পদ প্রার্থী মামুন সরকার মিঠু ও তৎকালীন কুড়িগ্রাম-৩ আসনের এমপি অধ্যাপক এমএ মতিনের পুত্র সালমান হাসান ডেভিড মারজানের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে আটক করে চাঁদা দাবি করেন এবং বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করেন। এ সময় তার কাছে থাকা ৫৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ওই বিএনপি নেতা মামলায় মামলার এজাহারে আরও উল্লেখ করে, আহত হওয়ার পর নিরাপত্তার অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পর্যন্ত সে পারেনি। এছাড়া ওই সময় থানায় মামলা দিতে গেলেও থানা পুলিশ তা গ্রহণ করেনি।

এ ঘটনার চুয়ান্ন মাস পর ভুক্তভোগী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার নিজে বাদী হয়ে গত রোববার রাতে একটি মামলা করেন। মামলায় তিনি সাবেক মেয়র মামুন সরকার মিঠু ও কুড়িগ্রাম-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক এমএ মতিনের ছেলে সালমান হাসান ডেভিড মারজানসহ ২০ জনের নামে ও অজ্ঞাত আরও ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি এবং তাকে এলোপাতাড়ি মারপিট করে আহত করার অভিযোগে মামলা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত