ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য মো. মোতালেব হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ্য করে ১০/১২ জনের নাম অজ্ঞাত দিয়ে মামলা করেন। গতকাল বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। এর আগে গত মঙ্গলাবর রাতে পুলিশ অভিযান চালিয়ে সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

ইউপি সদস্য মোতালেব হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার মৃত শুকরা মাঝির ছেলে। মামলার আসামিরা হলেন- সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজ রহমান শিমুল, ইউপি সদস্য মো. মোতালেব হোসেন ও মো. শাহীনসহ ১০/১২ জন অজ্ঞাত। তারা সবায় সবায় সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান দেলধা মৌজায় সরকারি ৬৩ শতাংশ জমি লিজ নিয়ে ভোগদখলে করে আসছে। গত ২৭/০১/২৫ইং তারিখে সেই জমিতে মাহফুজ রহমান শিমুল তার লোকজন নিয়ে জমিতে গিয়ে সাইনেবাড লাগিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু মজিবর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত