সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে আবুল খায়ের এগ্রো ফার্ম এর উদ্যোগে ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। গতকাল বুধবার তক্তার পোল সংলগ্ন মাঠে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ। আবুল খায়ের এগ্রো ফার্ম এর সত্ত্বাধিকারী আবু ছায়েদ রুবেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপসহকারী কৃষি অফিসার আশ্রাফ হোসেন পাটোয়ারী, সোনাগাজী কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন আবেদ প্রমুখ। বক্তারা বলেন, আবুল খায়ের এগ্রো ফার্ম এর সত্ত্বাধিকারী আবু ছায়েদ রুবেলের মতো প্রতিটি ইউনিয়নে উদ্যোগ গ্রহণ করা দরকার। এছাড়া এ এলাকার বিত্তবানদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।