ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বাঁশখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঁশখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার শীলকূপস্থ সোলতান কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। প্রধান বক্তা ছিলেন বাঁশখালী আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু নাছের, কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, নায়েবে আমীর আবদুর রহীম ছানুবী। উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা আবু তাহের, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহীম, সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, মাওলানা আজিজুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত