ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণ মামলার চার আসামি গ্রেপ্তার

খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণ মামলার চার আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলার ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর সহায়তায় ভাই-বোন ছড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সাদ্দাম হোসেন, এনায়েত, সাকিব আলম ও আরমান হোসেন।

পুলিশ জানায়, গত বুধবার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করার পর রাতেই অভিযানে নামে পুলিশ। এজাহার নামীয় ৬ আসামির মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, গেল ২৭ জুন রথ উৎসব শেষে সন্ধ্যা হয়ে যাওয়ায় বাড়ি না ফিরে ভাই-বোন ছড়া বাজারের পাশে চাটার বাড়িতে যায় ভিকটিম। সেখানে রাতে ভিকটিমের ও তার চাচাকে জিম্মি করে দলবদ্ধ পাশবিক নির্যাতন চালানো হয়। পরের দিন বাড়ি ফিরে গেলেও মানসিক যন্ত্রণায় আত্মহত্যার চেষ্টা করে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে আইনি প্রক্রিয়া শুরু হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন বলেন, মামলা গ্রহণের সঙ্গে সঙ্গে তড়িৎ ব্যবস্থা নিয়ে সেনাবাহিনীর সহায়তায় এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত