ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. মুবিন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. ইদ্রিস আলী মহারাজের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের ৬নং ওয়ার্ডের নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে পূর্ব বিরোধকে কেন্দ্র করে রনি, ফাহাদ, তানজিলের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল শামীও মুবিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মুবিনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষ মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার সমর্থক। মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, জড়িতদের গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত