পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ২৫০ পিস ইয়াবাসহ আলতাফ মৃধা ,তানভির উল ইসলাম, শাকিল আহম্মেদ নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গতকাল বুধবার ভোরে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় মির্জাগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিন এমএ একতিদারের নেতৃত্বে সেনা সদস্যরা ও মির্জাগঞ্জ থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলতাফ মৃধা পুর্ব সুবিদখালী গ্রামের জিন্নাত মৃধা ছেলে, তানভির উল ইসলাম উওর আমড়াগাছিয়া গ্রামের তরিকুল ইসলাম ছেলে ও শাকিল আহম্মেদ পূর্ব সুবিদখালী গ্রামের আলতাফ মৃধার ছেলে। মির্জাগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানা একটি মামলা করা হয়েছে।