ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে নারীদের কর্মসংস্থান প্রশিক্ষণ

চাঁদপুরে নারীদের কর্মসংস্থান প্রশিক্ষণ

জেলা চাঁদপুরের তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে ফ্রি বিউটিশিয়ান প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার চাঁদপুর শহরের মীর শপিং মার্কেটের ৩ তলায় রুপলাগী মেকওভার এন্ড বিউটি সেলুনে এ আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে চাঁদপুরের বিভিন্ন স্থানের ১৭ জন উদ্যোমী নারী অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলমান এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিকভাবে বিউটিশিয়ান পুরস্কারপ্রাপ্ত ও রুপলাগী মেকওভার এন্ড বিউটি সেলুনের স্বত্বাধিকারী সোহেলী সুলতানা।

তিনি বলেন, চাঁদপুরে অসংখ্য কর্মদক্ষ ও প্রতিভাবান উদ্যোমী নারী রয়েছেন। যাদের একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এবং কর্মদক্ষ করে তুললে তারাও সফল উদ্যোক্তা হতে পারেন। সেই লক্ষ্য থেকেই আমি চাঁদপুরের বিভিন্ন বয়সের উদ্যোমী নারীদের নিয়ে ফ্রি বিউটিশিয়ান প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আশা করব এই প্রশিক্ষণ থেকে জ্ঞান অর্জন করে তারা তাদের জীবনকে স্বাবলম্বী করে আলোকিত করে তুলবে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থী হলেন- ফাতেমা আক্তার, তাসফিয়া মুনিরা, লিজা রহমান, অন্তরা ইসলাম রাহি, পূজা রানী সাহা, আমেনা আক্তার, শামসুন্নাহার মীন, মুনিরা আক্তার, হালিমা আক্তার নীলা, তাসনিম বুশরা, মরিয়ম আক্তার ইউশা, রোজিনা আক্তার, শামসুন্নাহার, সিনহা চৌধুরী, নূরে জান্নাত ফেরদৌসী, শাহনাজ ইশতিয়াক ও সাদিয়া আক্তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত