ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আল আমিন (৩৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি কুড়িগ্রামে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কামারখোলা এলাকায় রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী একটি ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মাথা বিচ্ছিন্ন হয়ে মারা যান। শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত