বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও সরকারের নির্লিপ্ততায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
নওগাঁ : নওগাঁ শহরের নওজোয়ান মাঠ থেকে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন নওগাঁ জেলা যুবদল আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শফিউল আজম রানা, এসএম রেজু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন, থানা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ ও রুবেল হোসেন, ময়নুল হক লিটন, কহিনুল ইসলাম, নাসিম ইকবাল প্রমুখ।
ফেনী : বিক্ষোভ মিছিল শেষে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকারে সভাপতিত্বে ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন প্রমুখ। এ সময় জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন খন্দকার, ইসমাঈল হোসেন রতন, আল ইমরান, বেলাল হোসেন, শামীম আনসারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন, সদস্য সচিব শাহাদাত হোসেন, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলুসহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে শেষ হয়।
নোয়াখালী প্রতিনিধি : জেলা শহরের কোট মসজিদ থেকে চৌমুহনী পাবলিক হল এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ. জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান, আবু নাছের, শহীদুল ইসলাম কিরন, ভিপি জসিমউদদীন, শাহীন, নুরুল আমিন, এছাড়া চৌমুহনীতে উপস্থিত ছিলেন শাহ আবদুল্লা আল বাকী, হুমায়ুন কবির, মোরশেদুল আমিন ফয়সাল, কামউদ্দিন খান, কুতুবউদ্দিন, জিএস নিজাম, নুরুল আমিন, এজিএস হানিফ, যুবদলের নেতা স্বপন, সায়েম সুমন প্রমুখ।
ঠাকুরগাঁও : অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। শহরের চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদ হাসানসহ অন্যান্য নেতারা।
মাগুরা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শহরের ইসলামপুরপাড়া বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা রোডে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সদর থানা যুবদলের আহবায়ক কুতুবুদ্দীন রানা প্রমুখ।
নীলফামারী : দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিটফোর্ডসহ সারাদেশের সব হত্যার বিচারের দাবিতে নীলফামারী জেলা যুবদলের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল বলেছেন- দেশকে গতিশীল করতে নির্বাচনের বিকল্প নেই। গতকাল জেলা বিএনপির কার্যালয় থেকে যুবদলের একটি বিশাল প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। জেলা যুবদলের সভাপতি ও সদ্য জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো, মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান বাচ্চু, বিএনপি নেতা আনিছুর রহমান কোকো, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদণ্ডদৌলা, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম কাল্লু, জেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালটু প্রমুখ। জেলা সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল তার শুভেচ্ছা বক্তব্যে জেলা যুবদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, একটি পক্ষ দেশনায়ক তারেক রহমান ও জুলাই আন্দোলনে বিএনপির অংশগ্রহণ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
পটুয়াখালী : জেলা শহরের তিতাস সিনেমা মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে সদর রোড প্রদক্ষিণ করে বিক্ষোভটি লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এক শ্রেণির চিহ্নিত চাটুকার ব্যক্তি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে চায়। এ ধরনের মন্তব্য শুধু অশালীন নয়, উদ্দেশ্যপ্রণোদিতও। বিএনপির নেতাকর্মীদের উসকে দিতেই এমন আচরণ করা হচ্ছে। বক্তারা আরও বলেন, যদি ভবিষ্যতে তারেক রহমানের বিরুদ্ধে এ ধরনের কোনো বক্তব্য দেওয়া হয়, তা হলে আমরা রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
পথসভায় বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইদুজ জামান সাইমুন, সাবেক সহ-প্রচার সম্পাদক মো. আশিকুর রহমানসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য যুবদল নেতাকর্মী মিছিলে অংশ নেন।
যশোর : যশোর ঈদগাহ মোড়ে জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে অমিত আরো বলেন, যুবারা যদি মনে করেন আমরা গন্তব্যে পৌঁছে গেছি তাহলে ভুল হবে। যুদ্ধ চলমান, এখনও শেষ হয়নি। যুদ্ধের একটি ধাপে শেখ হাসিনাকে বাংলা ছড়া করা হয়েছে। কিন্তু হারানো গণতন্ত্র এখনও ফেরত আনতে পারিনি। তাই নতুন করে শপথ নিতে হবে যতদিন না পর্যন্ত গণতন্ত্র ফেরত আনতে পারবো লড়াই জারি রাখবো। শুধু রাজপথে না লড়াই সমাজের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। দেশের জনগণকে একতাবদ্ধ করতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানাসহ জেলা যুবদলের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।