আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন নওগাঁর আবু সায়েম সাদিক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি নওগাঁ সদরের পার- নওগাঁ (দক্ষিণ) এলাকার বাসিন্দা। আগামী আগস্টের ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ও শাবিপ্রবির পক্ষে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন তিনি। সেখানে সায়েম তার গবেষণা Synthesis and Characteri“ation of Nanocellulose Phosphate as a Novel Biomaterial for Bone Tissue Engineering - বিষয়ে উপস্থাপন করবেন, যা হাড়ের টিস্যু পুনর্গঠনে সম্ভাবনাময় এক বায়োমেটেরিয়াল নিয়ে পরিচালিত হয়েছে।
আমেরিকান কেমিকেল সোসাইটির (American Chemical Society-ACS) অধীনস্থ Younger Chemists Committee (YCC) কর্তৃক প্রদত্ত Fall 2025 CIBA Young Scientist Travel Award - এর জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। এই সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার তাকে আগামী ACS National Meeting - এ তার গবেষণা উপস্থাপন এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে।
জানা যায়, নওগাঁ সদরের পার-নওগাঁ (দক্ষিণ) এলাকায় আসলাম আলী ও অনিস আরা দম্পত্তির একমাত্র সন্তান আবু সায়েম সাদিক।
বাবা একজন ফার্নিচার ব্যবসায়ী ও মা গৃহিনী। আবু সায়েম সাদিক ছোট থেকেই খুব মেধাবী ছিলেন। তিনি নওগাঁ কে ডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নওগাঁ সরকারি কলেজে ভর্তি হন। ২০১৮ সালে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হন। তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (২০২৪-২৫) অর্জন করেন।
আবু সায়েম সাদিকের এই সাফল্যের কথা জানতে চাইলে তিনি বলেন, এই সম্মাননা আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, বরং আমাকে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য আত্মবিশ্বাস ও প্রেরণা যোগাবে। আমি কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও পরিবারের প্রতি, যারা সব সময় আমাকে সমর্থন করেছেন।
তিনি আরও বলেন, এখন ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছি, কোনো সমস্যা না হলে সামনের মাসের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিব। প্রথমবার দেশের বাইরে যাচ্ছি দেশের প্রতিনিধিত্ব করতে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করতে পারি। তার এই অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক এবং তার গবেষণা- পরিচালক অধ্যাপক ড. নুর উদ্দিন আহমাদকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
জানা গেছে, CIBA Travel Award প্রতিবছর বিশ্বের উদীয়মান তরুণ রসায়নবিদদের উৎসাহিত করতে প্রদান করা হয়। গবেষণা, নেতৃত্ব ও বৈশ্বিক যোগাযোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে এই সম্মেলন একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হয়।