ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

উখিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনাটি ঘটেছে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাদীমোরা এলাকায়। জানা যায়, গত সোমবার রাতে মঞ্জুর আলম (৩৮) নামক এক ব্যক্তির কাঠের দোকানে চুরি করতে আসে এক যুবক। সে দোকানের পূর্ব পাশের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এসময় দোকানে স্থাপিত ফুল কাটার বৈদ্যুতিক মোটর থেকে শর্ট সার্কিট হয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত যুবক রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ আলমের ছেলে রিদুয়ান (২২)। উখিয়া থানার ওসি আরিফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত