লক্ষ্মীপুরের রায়পুরে ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি)’ এর আওতায় ৩৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায়। গতকাল বুধবার সকালে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার মাঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।
অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ থেকে আগত প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মোট ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমরান খান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। আমি আশা করি, এই সম্মাননা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে নেবে।
বক্তব্য রাখতে গিয়ে অন্যান্য অতিথিরাও বলেন, এসইডিপি কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হচ্ছে। এই পুরস্কার তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদের জন্য গর্বের। তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন।