দীর্ঘ ১২ বছর পর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সেলিম কার্ণায়েনকে সভাপতি ও গোলাম এরশাদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির জাহাঙ্গীর আলমকে সভাপতি ও গোলাম রব্বানী পুতুলকে সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়নের ৫০৩ জন ও পৌরসভায় ৬০৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পৌর বিএনপির সভাপতি পদে ২ জন ও সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
গত বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, জেলা যুগ্ম -আহ্বায়ক মনিরুজ্জামান দুদু প্রমুখ। প্রথম অধিবেশনে উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে উদ্বোধক, প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও জেলা ও ময়মনসিংহ বিভাগের নেতারা বক্তব্য দেন।
বিকালে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের ভোটে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন ২৬৫ ভোট ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান ২৭৫ ভোট পেয়ে নিবার্চিত হন।
অন্যদিকে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ৩২২ ভোট ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উদ্বোধক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, ‘দীর্ঘদিন পর হলেও আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পেরেছি। আমাদের নেতাকর্মীদের ওপর মামলা-হামলা নানা অত্যাচার-নির্যাতন করেছে. আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এ সম্মেলনে নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।