
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা কমপ্লেক্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১৫৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে।
একইসঙ্গে স্কলারশিপে বহির্বিশ্বে পড়তে যাওয়ার গুরুত্ব ও করণীয় শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তালীমে হিজবুল্লাহ আমীর ও সোনাকান্দা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।