ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নৌকাডুবিতে দুইজনের মৃত্যু

নৌকাডুবিতে দুইজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছেন। এ ঘটনার একদিন পর নিখোঁজদের মধ্যে গতকাল শনিবার সকালে এক বন্ধু ও বিকালে অন্য বন্ধুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। উদ্ধারকারী ওই দল উদ্ধারের চেষ্টা করলেও এখনও তাদের অন্য বন্ধু নিখোঁজ রয়েছে। তবে স্বজনদের আহাজারিতে ওই এলাকায় বইছে শোকের মাতম।

নিহত শিক্ষার্থীরা হলেন- ঢাকার সাভারের ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন। এছাড়াও নিখোঁজ অন্য শিক্ষার্থী হলেন- কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান। তবে নিহত ও নিখোঁজ তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেছেন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাভারের ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে গত শুক্রবার সকালে রফিকুল তার খালার বাড়ি কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় বেড়াতে আসেন। পরে বিকালে তিনি ও তার খালাতো ভাই শিমুল, মেহেদী, সাকিব হোসেন ও আরাফাত হোসেন পাঁচ বন্ধু মিলে উপজেলার মকশ বিলে নিজেদের একটি ছোট নৌকা নিয়ে উপজেলার মকশ বিলে বেড়াতে বের হন। তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেছেন। কিন্তু ওই বিলে বেড়ানোর সময় প্রচণ্ড বাতাস বইতে থাকায় বিলের পানিতেও প্রচুর ঢেউয়ের সৃষ্টি হয়। এমন অবস্থায় তারা বিকাল সাড়ে ৪টার দিকে ওই বিলের বাঙ্গাল-জাঙ্গাল ও হাটুরিয়াচালা মাঝখানে পৌঁছলে তাদের নৌকাটি পানিতে উল্টে ডুবে যায়। এ সময় ওই ডুবে যাওয়া নৌকার পাশ দিয়ে আরেকটি বড় নৌকা গেলেও তাদের উদ্ধার করতে এগিয়ে আসেনি। এক পর্যায় সাকিব হোসেন ও আরাফাত হোসেন নামে দুই বন্ধু সাঁতার কাটতে থাকলে তাদের উদ্ধার করে এলাকাবাসী।

কিন্তু তাদের দুজনকে উদ্ধার করা গেলেও অন্য তিন বন্ধু রফিকুল, শিমুল ও মেহেদী পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত