ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দার নাজিরপুরে ভবানিপুর নামক স্থানে সংঘটিত হয়েছিল এক গৌরবোজ্জ্বল সম্মুখযুদ্ধ। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেই লড়াইয়ে শহিদ হন সাতজন বীর মুক্তিযোদ্ধা। তাদের আত্মত্যাগ স্মরণে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস।

সকালে নাজিরপুর স্মৃতিসৌধে ও পরে লেংগুরায় শহিদদের সমাধিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজিত হয় বিশেষ দোয়া ও প্রার্থনা।

পরে লেংগুরা ফুলবাড়ি দুর্যোগ আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সুখময় সরকার। সভায় সভাপতিত্ব করেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারী চাঁন মিয়া ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম। আলোচনায় বক্তৃতা রাখেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, বীর মুক্তিযোদ্ধা মোতামেম ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত