ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সারা দেশে শপথ গ্রহণ

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সারা দেশে শপথ গ্রহণ

সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। শপথপত্রে দেশের সবাইকে একসঙ্গে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়া এবং নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে-গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের সেই জুলাইয়ের যাত্রায় যে রক্ত ঝরে ছিল এবং আহত হয়েছিল তাদের যে আত্মত্যাগ ছিল, সেগুলো যেন ভুলে না যাই। এবং তাদের মধ্যে যে দেশ প্রেম ছিল। সেই দেশপ্রেমে যেন আমরা অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন দেশ ও সমাজ গড়ার স্বপ্ন দেখি। আর সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি।

গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠন’ এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানে সকাল ১০টায় সারাদেশের সঙ্গে ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ শপথ পড়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে মহানগরীর সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী প্রমুখ।

কুষ্টিয়া প্রতিনিধি : গতকাল সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুইটি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন- জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নুরে সফিরা ফেরদৌস, জেলা জামাতের আমীর অধ্যাপক ফরহাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতারা।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে জনসম্পৃক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জামায়তের নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, যুবদল নেতা আব্দুর রাজ্জাক রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা মোকাদ্দেস হোসাইন সোহান, ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলাম, জুলাই যোদ্ধা ইসকেন্দার মির্জা জুয়েল, শেখ রিয়াদ, ইশরাত জাহান এশা প্রমুখ।

নেত্রকোনা : জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার সকালে জেলা শহরের পারলা এলাকায় সমাজসেবা ভবনে এর আয়োজন করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালি উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। নেত্রকোনা অনুষ্ঠানে সমাজসেবা বিভাগীয় উপ-পরিচালক মোবারক হোসেন, নেত্রকোনা জেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির সাদেক আহমেদ হারেস, সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রহমান, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, এনসিপি প্রীতম সোহাগ, ফাইমুর রহমান খান পাঠানসহ নেতারা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় : জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক নারী ও যুব অংশগ্রহণ করেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।

অনুষ্ঠানটি ছিল দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীরা দেশের অন্যান্য জেলার মানুষদের সঙ্গে একযোগে শপথ পাঠ করেন। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা, যেখানে বক্তারা সমাজ গঠনে নাগরিক সচেতনতা, নারীর নিরাপত্তা ও শিশুর সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বক্তারা বলেন, পরিবার থেকে শুরু করে সমাজ সর্বত্র নৈতিকতা ও দায়িত্বশীলতা ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে তরুণদের ইতিবাচক অংশগ্রহণেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

নওগাঁ : নওগাঁয় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আব্দুল আউয়াল। নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজন করে। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা হক, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র নেতা ফজলে রাব্বী, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মাহফুজ আলম শ্রাবণের মা বেবি নাজনিন বক্তব্য রাখেন।

দাউদকান্দি (কুমিল্লা) : উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ?উপস্থিত ?ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জান্নাতুল ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াছমিন চৌধুরী, দাউদকান্দি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোখলেসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপজেলা তথ্য আপা আয়েশা বেগম, উপজেলা আইসিটি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি কাউছার আলম, পৌর জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিম সরকার প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয়ভাবে অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করেন কাউখালী উপজেলা প্রশাসন ও উপস্থিত অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামাতের আমীর মাওলানা মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ?ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ যুবা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দুইটি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, উপজেলা আইসিটি বিভাগের কর্মকর্তা ফজিলাতুন্নেছা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার ও প্রাণিসম্পদ কর্মকর্তা। এছাড়াও উপজেলার জুলাই আন্দোলনে শহিদ ৪ জনসহ আহতের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত