ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রূপগঞ্জে সাতজনের মাদক কারবার ছাড়ার অঙ্গীকার

রূপগঞ্জে সাতজনের মাদক কারবার ছাড়ার অঙ্গীকার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসীর সম্মিলিত চাপে সরকারি স্ট্যাম্পে লিখিত মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করেছেন ৭ জন মাদক কারবারি।

গতকাল শনিবার তারাব পৌরসভার মৈকুলী বাজারে এলাকাবাসীর উপস্থিতিতে তারা সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে তারা এ অঙ্গীকার করেন। অঙ্গীকারকারীরা হলেন- হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর, একই এলাকার বারেক মিয়ার মেয়ে সুফি বেগম, রাবি বেগম, সাদ্দাত ভূঁইয়ার ছেলে শ্যামল, কালা চান্দের ছেলে রিপন মিয়া, নুরু মিয়ার ছেলে বিল্লাল ও সায়েদ আলীর ছেলে আলম মিয়া। এরা সবাই উপজেলা তারাব পৌরসভার মৈকুলি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তারাব পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে এই চক্রটি দীর্ঘদিন যাবত তাদের লোকজন দিয়ে খুচরা ও পাইকারিভাবে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এতে করে এলাকায় মাদক সেবীদের আনাগোনায় এলাকা অশান্ত ও নিরাপত্তাহীন হয়ে উঠেছিল। এলাকায় শান্তি ফেরাতে গত বৃহস্পতিবার রাতে মৈকুলী এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী মাদকবিরোধী একটি সভার আয়োজন করে। সভায় সিদ্ধান্ত হয় মৈকুলী এলাকায় কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতে গত শুক্রবার সন্ধ্যায় ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এতে মাদক ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক তৈরি হয়। এলাকাবাসীর সম্মিলিত চাপের মুখে এ ৭ মাদক ব্যবসায়ীরা সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন। মৈকুলি এলাকার গণ্যমান্য ব্যক্তি জাহাঙ্গীর আলম হানিফ জানান, দীর্ঘদিন যাবত এই মাদক বিক্রেতা চক্রটি এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছিল। তাই আমরা সবাই মিলে এলাকাকে মাদক মুক্ত করার বিষয়ে কাজ শুরু করি। এরই ফলশ্রুতিতে আমরা দুই মাদক কারবারীকে ৪২ পিস ইয়াবাসহ ধরে পুলিশের সোপর্দ করি। রূপগঞ্জ থানার থানার তরিকুল ইসলাম বলেন, মাদক রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত