গতকাল সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আয়োজনে সদর উপজেলার রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল হক, বিরল থানা আমীর হাফিজ আব্দুর রশিদ, সদর উপজেলা আমীর মেহরাব আলী, দিনাজপুর শহর আমীর সিরাজুস সালেহীন, শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেল, বিরল বোচাগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী একেএম আফজালুল আনাম, দিনাজপুর সদর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম, দিনাজপুর সদর সেক্রেটারি নুরুল্লাহ সরকার, বিরল উপজেলা সেক্রেটারি আজমির হোসাইন। অনুষ্ঠিত রুকন সমাবেশ দুটি পর্বে অনুষ্ঠিত হয়।