
মাদারীপুর কারাগারের হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি টেকেরহাট বন্দরের ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। ইউসুফ আলী মিয়া দীর্ঘ বছর যাবত স্ব-পরিবারে মাদারীপুর জেলার রাজৈর পৌরসভার ৩নং ওয়ার্ড টেকেরহাট আবাসিক এলাকায় নিজ বাসস্থানে বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী, দুই পুত্র ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।