
স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল ও ক্লিনিক সমূহের লাইন ডাইরেক্টরের নির্দেশনা মোতাবেক এবং দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের একযোগে দিনাজপুর জেলায় ৮ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন। গতকাল রোরবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসের ভিতরে ফাঁকা জায়গায় বিভিন্ন প্রকার ফুল ও ফলের চারা নিজ হতে রোপণ করেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, ডিজিজ কনট্রোল উপজেলা মেডিকেল অফিসার ডা. নিলয় দাস, উপজেলা মেডিকেল অফিসার ডা. অমৃত সরকার, ডা. মনিরুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদণ্ডবিন-ইসলাম, ক্যাশিয়ার মো. আব্দুল মওলা, স্টোর কিপার মো. বায়তুল মোকাররমসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষার্থে প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ করা প্রয়োজন। বৃক্ষরোপণ করলে পরিবেশ ভারসাম্য রক্ষা যেমন হয়। তেমন বৃক্ষরোপণ থেকে আমরা বিভিন্ন ধরনের ফল পেয়ে থাকি। এই ফল থেকে অনেক অর্থ উপার্জন যেমন হয়। তেমন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী ফল।