ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাটোরে মেডিকেল ক্যাম্প ও রক্তদান

নাটোরে মেডিকেল ক্যাম্প ও রক্তদান

নাটোরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে ডাক্তার, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নাটোর সদর হাসপাতাল কনফারেন্স রুমে নাটোর সিভিল সার্জনের আয়োজনে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তারা বলেন, জুলাই শহিদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে প্রস্তুতি করতে হবে। যে কোনো কাজে নিজেকে আত্মত্যাগের মতো মহৎ কাজ শুধুমাত্র প্রকৃত ত্যাগীরাই করতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ত্যাগী কর্মী নিজেদের রক্ত বিলিয়ে নতুন বাংলাদেশের সূচনা করতে পেরেছিল। আমরা নতুন বাংলাদেশে জুলাই শহিদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং রক্তদানের মত মহৎ কাজে সম্পৃক্ত হতে সব নাগরিককে অংশগ্রহণের আহ্বান করেন তিনি। নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। আরও বক্তব্যে রাখেন- নাটোর জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার মো. রাসেদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মো. আনোয়ারুল আজিম, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নিলা হাফিয়া। এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত