ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরীয়তপুরের গোসাইরহাট শামসুর রহমান সরকারি কলেজের একাউন্টিং বিভাগের লেকচারার আবু তাহের (৪৫) ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

তিনি গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচরা গ্রামের মৃত শফিউদ্দিন সরদারের ছেলে। গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা গেছে আবু তাহরে গত ১৭ জুলাই জ্বরে আক্রান্ত হয়ে গোসাইরহাট হাসপাতালে ভর্তি হয়। পরে ডেঙ্গু সনাক্ত হলে দ্রুত তাকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল বিকাল ৩টায় জানাজা শেষে তাকে পারিবারিক করস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত