ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত হুমায়রার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। গতকাল সোমবার দুপুরে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত হুমায়রার গ্রামের বাড়ি সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া আসেন। এ সময় তারা নিহত হুমায়রার কবরে গার্ড অব অনার প্রদান করে ও পুষ্পস্তবক অর্পণ করেন। কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমানবাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে হুমায়রার কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত