
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪নং জিনদপুর ইউনিয়নে ট্রেড লাইসেন্স হালনাগাদ ও নবায়ন প্রক্রিয়াকে গতিশীল করতে একদিনের বিশেষ ট্রেড লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যবসায়ীদের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ৮ জুলাই ইউনিয়ন পরিষদের নিয়মিত চেয়ারম্যান রবিউল এর অনুপস্থিতিতে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব পান উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়নবাসীর নাগরিক সেবা সচল রাখতে নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। এরই অংশ হিসেবে শুরু হয়েছে নাগরিক সনদ, জন্ম ও মৃত্যু সনদ প্রদান এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ইস্যু কার্যক্রম।