
সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে প্রতীকী ক্লাস করেছেন রবির শিক্ষার্থীরা। এতে সিরাজগঞ্জ, বগুড়াসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। গতকাল সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনের-৩ সামনে কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে মহাসড়কের ওপরে ১ ঘণ্টার প্রতীকী ক্লাসে বসে পাঠ গ্রহণ করেন শিক্ষার্থীরা এবং দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর ধরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।
৭ দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবি প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের প্রতি অবিচার করা হয়েছে। এরআগেও গত জানুয়ারিতেও রাজপথে ক্যাম্পাসের দাবি জানিয়ে রাজপথে নেমেছিলাম এবং সরকারের আশ্বাসে শ্রেণিকক্ষে ফিরে এসেছিলাম। তবে এবার সমাধান না নিয়ে রাজপথ থেকে ফিরব না।
এ কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। বক্তারা আরও বলেন, একনেক সভার সবাই ডিপিপি অনুমোদনে সম্মত হলেও উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছিলেন, প্রস্তাবিত প্রকল্প অঞ্চল পরিদর্শন করে তার মতো জানাবেন। তিনি পরিদর্শন করেও গেলেন এবং প্রতিবেদনও জমা দিলেন। এরপর একাধিক একনেক সভা পেরোলেও ডিপিপি এজেন্ডাভুক্ত হয়নি। এ সময় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, অর্থনীতি বিভাগের সুজানা, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান, জাকারিয়া প্রমুখ।