ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আদমদীঘিতে একই রাতে তিন দোকানে চুরি

আদমদীঘিতে একই রাতে তিন দোকানে চুরি

বগুড়ার আদমদীঘি সদরে একই রাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড-রেলস্টেশন যাওয়ার মেইন রাস্তার সংলগ্ন মুদি দোকান, মোবাইল ফোন ও ঔষধের দোকানে এসব চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তিনটি দোকান থেকে টাকা সিগারেট, মোবাইল ফোন ঔষধসহ সাড়ে তিন লাখের অধিক টাকার মালাাল চুরি করে নিয়ে গেছে।

চুরি যাওয়া মুদি দোকান মালিক কালিপদ জানায়, গতকাল মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখেন, তার দোকানের দরজার তালা ভাঙা। তার দোকানের ক্যাশ বাক্স থেকে ৩০ হাজার টাকা, সিগারেট অন্যান্য প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি যায়। মা টেলিকম মোবাইল ফোনের দোকান মালিক শফিকুল বলেন, একই কায়দার তার দোকান থেকে চোরচক্র মূল্যবান টাচসহ বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন, ৫০ হাজার টাকার ফ্যাক্সি লোডের কার্ড ও ক্যাশ থেকে ৫ হাজার টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি যায়। এছাড়া শ্রী বিজয় ফার্মেসির দরজার তালা ভেঙে কিছু ঔষধ চুরি যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত