ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সংকট

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সংকট

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দিন ধরে র‌্যাবিস ভ্যাকসিনের চরম সংকট দেখা দিয়েছে। এতে কুকুর, বিড়াল, শিয়াল, বেজিসহ বিভিন্ন বন্যপ্রাণীর কামড়ে আক্রান্ত রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবনরক্ষাকারী এ টিকা না পেয়ে অনেকেই বাধ্য হয়ে উচ্চমূল্যে ওষুধের দোকান থেকে সংগ্রহ করছেন, যা সব সময় সহজলভ্যও নয়। এ কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত কুকুর, বিড়ালের কামড়ে অন্তত ১০২ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। অথচ ২০২৩ সালের সেপ্টেম্বর থেকেই স্বাস্থ্যকেন্দ্রটিতে সরকারি পর্যায়ে র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। ফলে আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এতে বাড়ছে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি, যা একবার সংক্রমিত হলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। স্থানীয়রা জানান, সংকট দীর্ঘায়িত হওয়ায় তাদের চিকিৎসা ব্যয় অনেক বেড়ে গেছে। অনেকে আবার টিকা না পেয়ে সময়মতো চিকিৎসা নিতে পারছেন না, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। উপজেলার নলবাড়ী গ্রামের সামসুল আলম বলেন, ‘আমার ছোট ছেলেকে কুকুরে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসক বলেন, ভ্যাকসিন নেই। বাধ্য হয়ে শহরের একটি ফার্মেসি থেকে কিনে ভ্যাকসিন দিই। সেটি খুঁজতেই সময় লেগে যায়। আবার দামও অনেক বেশি। শুধু টিকাই নয়, দুশ্চিন্তায় আমাদের রাতের ঘুমও হারাম হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসলাম বলেন, ‘জলাতঙ্ক প্রতিরোধে ব্যবহৃত ভ্যাকসিনের চাহিদা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো বরাদ্দ পাইনি। ফলে রোগীদের আমরা চিকিৎসা দিতে পারছি না। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকার বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সংকট নিরসনে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তার বিষয়টি বিবেচনায় রয়েছে। আগামী পরিষদ সভায় বিষয়টি প্রাধান্য দিয়ে আলোচনা করা হবে।’

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ধরে র‌্যাবিস ভ্যাকসিনের সংকট অগ্রহণযোগ্য এবং দায়িত্বহীনতার পরিচায়ক। জনস্বার্থে দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক একটি ভয়াবহ ভাইরাসজনিত রোগ, যা সঠিক সময়ে চিকিৎসা না পেলে নিশ্চিত মৃত্যুর কারণ হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত