
রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত সোমবার রংপুর জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্ট আয়োজন করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- রংপুর রেঞ্জ ডিআইজির অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ মমতাজুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, রংপুরের পুলিশ সুপার আবু সাইম প্রমুখ।
উল্লেখ্য, জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুই গ্রুপে রংপুর জেলার আটটি উপজেলা অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সদর উপজেলা ও কাউনিয়া উপজেলা।