
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরবেড়া- আঙ্গারু আঞ্চলিক সড়কের একটি ব্রিজ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চরবেড়া পাকা সড়ক থেকে আঙ্গারু উত্তরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারে সড়কের মাঝপথে এ ব্রিজ নির্মাণ করা হয়। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ থেকে এ ব্রিজ নির্মাণ করা হয় প্রায় ৩০ বছর আগে। শস্যভাণ্ডার খ্যাত ওই এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থায় প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্যের এ ব্রিজ নির্মাণ করা হয়েছে। প্রায় ১০ বছর আগে এ ব্রিজের দুপাশের রেলিং ভেঙে যায় এবং ব্রিজের রেলিংয়ের রডও গায়েব হয়ে যায়।
বর্তমানে এ ব্রিজের রেলিং ও দুপাশের সড়কের মাটি না থাকায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে আঙ্গারু ও চরবেড়াসহ ৫-৬ গ্রামের হাজার হাজার মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে কৃষকেরা মাঠ থেকে ধানসহ বিভিন্ন ফসল ভ্যান ও ঘোড়াগাড়িতে বাড়ি আনতেও হিমশিম খাচ্ছেন।
স্থানীয়রা বলছেন, ওই ব্রিজের ওপর দিয়ে চলাচলে জনসাধারণ সতর্কতা অবলম্বন করছেন এবং অনুপযোগী ব্রিজটি মেরামত বা পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন সে সময় ব্রিজটি মেরামতে নজরে আনেনি। যে কারণে জনসাধারণের দুর্ভোগ আরও বেড়ে চলছে। এমনকি এ সড়কের একমাত্র ক্ষতিগ্রস্ত ব্রিজের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও ছোটখাট ব্যবসায়ীরা অন্য পথ দিয়ে যাতায়াত করছেন।
ভুক্তভোগীরা দ্রুত এ ব্রিজটি পুনর্নির্মাণ বা মেরামতের জন্য জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে এলজিইডি বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, ওই সড়কে চলাচলে অনুপযোগী ব্রিজটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিকভাবে ব্রিজের রেলিং পুনর্নির্মাণ করা হবে এবং পরবর্তীতে সড়ক উন্নয়নসহ ব্রিজটি পুনর্নির্মাণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।