
শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং নকলা ইউনিয়ন শাখার উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র সিংহ ও চন্দ্র বিশ্বাসের হাতে একটি করে পেয়ারা ও নীম গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক এবং ২নং নকলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রেজাউল হাসান সাফিত পরিবেশবান্ধব ও জনসচেতনতামূলক এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আশরাফুল মন্ডল, ৩নং ওয়ার্ড সভাপতি মো. চান মিয়া, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. তোতা মিয়া, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফজলু মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা, কর্মী-সমর্থক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রেজাউল হাসান সাফিতের একান্ত ব্যক্তি উদ্যোগে ও অর্থায়নে নকলা ইউনিয়নের প্রতিটি এলাকার সুবিধাজনক স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী গাছের চারা বিতরণ কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।