ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে সেনাবাহিনীর চিকিৎসাসেবা

রংপুরে সেনাবাহিনীর চিকিৎসাসেবা

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুরে প্রান্তিক পর্যায়ের অসহায় ও দুস্থ হাজারের বেশি শিশু ও নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত সোমবার রংপুর ইনডোর স্টেডিয়ামে একদিনের বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডের উদ্যোগে ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে। এতে ৩ জন মেডিসিন বিশেষজ্ঞ, একজন শিশু রোগ বিশেষজ্ঞ (পেডিয়াট্রিশিয়ান), একজন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট ও অবসটেট্রিশিয়ান) চিকিৎসা সেবা প্রদান করেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় এবং কৃমিনাশক ওষুধসহ চিকিৎসাসেবায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডারের দিক নির্দেশনায় স্বাস্থ্যসেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী পরিচালক মেডিকেল সার্ভিস (এডিএমএস) কর্নেল রেজা।রংপুর সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরীব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। এতে চিকিৎসা সেবা নিয়ে শত শত মানুষকে হাসি মুখে ওষুধপত্র হাতে ফিরতে দেখা যায়। সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুঁড়িয়েছে। সেবা প্রাপ্তরা মনে করছেন, এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা সহজ হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত