ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় হত্যাসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

উখিয়ায় হত্যাসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় হত্যা, অপহরণ, মাদক, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচারসহ একাধিক অপরাধে জড়িত মোহাম্মদ সেলিমকে আটক করেছে থানা পুলিশের একটি দল।

গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার বাসিন্দা। তার পিতা নুরুল ইসলাম, যিনি স্থানীয়ভাবে ‘গাছ কালু’ নামে পরিচিত। সেলিমের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, নারী ও শিশু নির্যাতন, অপহরণ ও মারধর, মাদক ও অস্ত্র ব্যবসা, মানব পাচার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি ১৩টি মামলার আসামি হিসেবে ওয়ারেন্টভুক্ত ছিলেন।

উখিয়া থানার রেকর্ড অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা হয়। উখিয়া থানার ওসি মো. আরিফ কক্সবাজার জানান, দীর্ঘদিন পলাতক থাকা এই অপরাধীকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে। তিনি আরও জানান, উখিয়ায় অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত