ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাটোরে রেললাইনে নাশকতার চেষ্টা

নাটোরে রেললাইনে নাশকতার চেষ্টা

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা দিয়ে নাশকতার চেষ্টা করছিল দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ও রেলকর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে তা সরান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনের শত শত যাত্রী। গত রোববার রাত ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের পলাশীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনের দক্ষিণ পাশে এক পথচারী যাওয়ার পথে রেললাইনে শিকল প্যাঁচানো তালা অবস্থায় দেখতে পান। তৎক্ষণিক বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে ডেকে জানান। পরে খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ও স্টেশনমাস্টার ঘটনাস্থলে আসেন। এরপর এক মিস্ত্রির সাহায্যে তালাসহ শিকল কেটে সরানো হয়। এ ঘটনার পর থেকে সীমান্ত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে গন্তব্য রুটে চলাচল করে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জল আলী বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে গিয়ে শিকলসহ তালা কেটে লাইন থেকে সরিয়ে ফেলা হয়। তবে কেউ নাশকতার উদ্দেশ্য এমন কাজ করতে পারে বলে ধারণা করছি। তিনটি ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর গন্তব্যে ছেড়ে যায়। রাত থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত