
ঝিনাইদহের শৈলকুপার অবৈধ সার মজুত রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিলার দুধসর ইউনিয়নের ভাটই বাজারে অবৈধভাবে সার মজুত রেখেছে। এমন সংবাদেরভিত্তিতে সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখান থেকে ২৯০ বস্তা ডিএপি সার ও ৬৪১ বস্তা টিএসপি সার মজুত অবস্থায় পাওয়া যায়। এসময় বরাদ্দ বহির্ভূত সার মজুত রাখায় সার ডিলার মেসার্স শুভ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।