
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের কৃতিসন্তান, লন্ডন প্রবাসী রাকিব হোসাইনের কন্যা রাইসা হোসাইন রচিত ‘দ্য হন্টেড হাউজ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল সোমবার উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেবু লাল দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা প্রকৌশলী মনির হোসেন প্রমুখ।