
মৌলভীবাজারে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সাইফুর রহমান অডিটরিয়ামে প্রায় ৪০০ শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠিত হয়। পরে দুপুরে মৌলভীবাজার জেলা শহরের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ১০০ গাছের চারা উপহার দেওয়া হয়, তারা চারা হাতে নিয়ে দেশপ্রেমের শপথ নেয়।
এ সময় শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিয়ে, স্মার্ট ফোনে আসক্তিকে না বলে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন। পরে মতবিনিময় সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুলসী রানী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মাহিয়া আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন, সহ সভাপতি জিয়াদ, সহ-সভাপতি আমিনা রামিম, সাধারণ সম্পাদক নূর-ঈ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক তাসফিক প্রমুখ। এটি ছিল লাল সবুজ উন্নয়ন সংস্থার ১৮৮৬ তম অনুষ্ঠান।