ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাঞ্ছারামপুরে মতবিনিময়

বাঞ্ছারামপুরে মতবিনিময়

বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল উপজেলার হায়দরনগর-কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল আউয়াল সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মোফাক্কের। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলাম, পিএসসি (অব.)। সভায় বিশেষ অতিথি ছিলেন, কল্যাণ সমিতির উপদেষ্টা কর্নেল মনিরুল ইসলাম, পিএসসি (অব.), সহ-সভাপতি এমএ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, প্রচার সম্পাদক মূর্তজা বশীর আপেল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মীর হালিম ও কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত