ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হবিগঞ্জে হাতকড়াসহ আ. লীগ নেতার পলায়ন

হবিগঞ্জে হাতকড়াসহ আ. লীগ নেতার পলায়ন

হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলার গণঅভ্যুত্থানে নয় জনকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হাতকড়াসহ পালিয়ে গেছেন।

গতকাল সোমবার দুপুরে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। আব্দুল মজিদ নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। স্থানীয়রা জানান, গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে নৌকায় করে থানায় নেওয়ার জন্য আব্দুল মজিদকে নদীর ঘাটে নিচ্ছিল পুলিশ। এসময় বাড়ির সামনেই হঠাৎ লাফিয়ে পড়েন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত