
চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি উল্টে গেছে।
গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার শান্তিরহাট ভেল্লাপাড়া এলাকার চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, এ ঘটনায় ২৮ জন আহত হয়েছে।
দুর্ঘটনায় আহত ২০ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ৮ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি ওভারটেকিং করার সময় বিপরীত দিক থেকে হানিফ পরিবহনের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।