ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবির প্রয়াণ দিবস পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবির প্রয়াণ দিবস পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এসএম হাসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, রবির উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ভিসি বলেন, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলাদেশ বা ভারতের মানুষ নন। তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা এবং তার সৃষ্টিকর্ম, চিন্তা ও দর্শনকে সামনে রেখে রবি প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও তার অবকাঠামো নির্মাণে জন্য প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রত্যাশা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের নামের প্রতি সুবিচার করবেন। অনুষ্ঠান শেষে রবির শিক্ষক ও শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত